আমার কাগজ প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি। ২১৮টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলটির পক্ষ থেকে আবেদন করা হয়।
জানা গেছে, নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় থাকায় জাকের পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২১৮টি আসন থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করা হয়। দলীয় প্রধানের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।
১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাকের পার্টি। দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। দলটি ১৯৯৬ সালে ষষ্ঠ ও ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করে। তবে কোনো নির্বাচনেই একটি আসনেও জিততে পারেনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল জাকের পার্টি। এজন্য দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।