
ফজলুল হক (নোয়াখালী) প্রতিনিধি
সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিনের উদ্যোগে মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে সোনাইমুড়ী সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফম বাবুল বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ভিপি নূরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাষ্টার আবু ইউসুফ, সদস্য বেল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগ আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক নোমান সিদ্দিকী, পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক রেদোয়ান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন আগামী দিনে সোনাইমুড়ীকে একটি মডেল উপজেলায় রুপান্তরের ঘোষণা দিয়ে বলেন সোনাইমুড়ীতে আর কোন দূর্নীতিবাজকে জনগন ক্ষমতায় দেখতে চায়না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।