আমার কাগজ প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের (১৩, ১৯ ২০ ওয়ার্ডের) কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীকে রাজধানীর শাহবাগ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, জরুরি বিভাগের চিকিৎসক তাকে পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।