আমার কাগজ ডেস্ক
সম্প্রতি ‘উদ্ভাবন, উন্মুক্তকরণ, ভাগাভাগি উন্নয়ন’ বিষয়ক বৈশ্বিক-সংলাপের নাইজেরিয় অধিবেশন লাগোসে অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশন চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি ও লাগোসে চীনের কনস্যুলেট জেনারেল যৌথভাবে আয়োজন করে।
চীনের কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগের ভাইস মিনিস্টার ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ং, নাইজেরিয়ার যুব উন্নয়নমন্ত্রী আয়োডলার ওলাউভান্ড এতে ভিডিও ভাষণ দেন। লাগোসে চীনের কনসাল জেনারেল ইয়ান ইয়ু ছিং, নাইজেরিয়ার প্রেসিডেন্টের গণমাধ্যম ও বিশেষ দায়িত্ব বিষয়ক সিনিয়র উপদেষ্টা থুন্দ রহমান, নাইজেরিয়ার এডিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি এজে আনাবা এবং নাইজেরিয়ার চেম্বারস অফ কমার্স, ইন্ডাস্ট্রি, মাইনিং অ্যান্ড এগ্রিকালচারের মহাপরিচালক সোলা ওবাডিয়েম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন। চীন ও নাইজেরিয়ার রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষা ও মিডিয়া মহলের প্রায় ৩০০ জন অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভিডিও ভাষণে শেন হাই সিয়ং বলেন, সম্প্রতি সফলভাবে শেষ হওয়া সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন আবারও বিশ্ববাসীর কাছে ঘোষণা করেছে যে, চীন উচ্চমানের উন্মুক্তকরণ প্রসারিত করবে এবং কল্যাণমূলক ও জয়-জয় সহযোগিতার নতুন পরিস্থিতি তৈরি করবে। চীনের উন্মুক্তকরণ বিশ্বে আরও লাভজনক সুযোগ এনে দেবে। বিশ্বের বৃহত্তম, সর্বাধিক বৈচিত্র্যময় ও সর্বাধিক বিস্তৃত আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে সিএমজি অংশীদারদের সাথে যৌথ-জ্ঞান ও পরামর্শের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করবে, বিশ্বব্যাপী শাসনের ‘চীনা সমাধান’, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ের বিস্তৃত সম্ভাবনা ও চীনের নতুন উদ্ভাবনী শক্তি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করবে।
নাইজেরিয়ার যুব উন্নয়ন মন্ত্রী আয়োডলার ওলাউভান্ড বলেন, নাইজেরিয়া-চীন বন্ধুত্ব গ্লোবাল সাউথের সবচেয়ে প্রাণবন্ত অংশীদারিত্বের একটি হয়েছে। এই সম্পর্ক দৃঢ় পারস্পরিক আস্থার ভিত্তিতে নির্মিত হয় এবং উভয়পক্ষের অভিন্ন আকাঙ্ক্ষা, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের সংযোগকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে। চীনের উন্নয়ন অভিজ্ঞতা প্রমাণ করে যে, যুবদের ক্ষমতায়ন ভবিষ্যৎ গঠন করে। এই ধারণা নাইজেরিয়ার চলমান ‘পুনরুজ্জীবিত আশা’ এজেন্ডার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। গত ৫ বছরে হাজার হাজার নাইজেরিয়ান যুবক চীনের দেওয়া বৃত্তি, কারিগরি প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি থেকে উপকৃত হয়েছে। নাইজেরিয়ার যুব উন্নয়ন মন্ত্রণালয় চীনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আরও বেশি সমন্বয় করে যুব বিনিময় ও সহযোগিতার সম্প্রসারণ ও গভীর করতে ইচ্ছুক, একসঙ্গে নাইজেরিয়া-চীন সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।
সংলাপ ও বিনিময়ের সময় অংশগ্রহণকারীরা ‘একসাথে একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলা’ এই প্রতিপাদ্য নিয়ে মতবিনিময় করেন। তারা একমত হন যে, চীন ও আফ্রিকার উচিত যৌথভাবে কল্যাণমূলক সহযোগিতার নতুন পরিস্থিতি তৈরি করা, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের উচ্চমানের উন্নয়ন ইঞ্জিন হিসেবে ব্যবহার করে একসঙ্গে টেকসই সমৃদ্ধির রাস্তা নির্মাণ করা।
সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ
