
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিপাড়ে বিআরটিসি বাস কাউন্টারের পাশ থেকে মাদক উদ্ধার ও কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তার নাম রিপন মিয়া। তিনি ব্রাক্ষণবাড়ীয়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. পারভেজ রানা এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন খবরে ওই মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।