
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের কাছে পদ্মার শাখা নদীতে পিকনিকের উদ্দেশ্যে বের হওয়া একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজলার রসকাঠি এলাকার পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান।
এ বিষয়ে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ বলেন, এখন পর্যন্ত আমরা ৮ জনের মরদেহ উদ্ধার করেছি। এর মধ্যে ২টি শিশু, দুইজন নারী ও তিন তরুণ আছেন।
ট্রলারটি ডুবে যাওয়ার কারণ জানতে চাইলে কয়েস আহম্মেদ বলেন, বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবেছে।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নূরে আলম বলেন, আমাদের হাসপাতালে মৃত অবস্থায় দুইটি বাচ্চার মরদেহ আনা হয়। একজনের বয়স আট বছর, নাম রায়হান। অপরজনের বয়স পাঁচ মাস।
আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী বলেন, আমি আধঘণ্টা আগে খবর পেয়েছি, দুর্ঘটনাকবলিত স্থানের উদ্দেশে রওনা হয়েছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি ওই ট্রলারে মোট ৪৬ জন ছিলেন। সেখানে পৌঁছে বিস্তারিত বলতে পারবো।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, নিহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখান গিয়ে জানাতে পারব।
উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল এসে পৌঁছেছে রাত সাড়ে ১০টার দিকে। ঢাকা থেকে ৫ জনের ডুবুরি দল এসেছে। তাদের মধ্যে রয়েছেন স্টেশন অফিসার মেহেদি হাসান। তিনি বলেন, আমাদের ডুবুরি দল কাজ শুরু করেছে। আমরা জানতে পেরেছি ৮ জন নিখোঁজ রয়েছেন।