
আমার কাগজ প্রতিবেদক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোররাত ৩টায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি- নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেলা ১১টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানজা অনুষ্ঠিত হবে। এখান থেকে সরাসরি মাদারীপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগমের ইন্তেকালে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোকবার্তায় বিএফইউজে নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।