
অন্তঃসত্ত্বা অবস্থায় ও প্রেমিকের সঙ্গে ইলিয়েনা ডি ক্রুজ। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
ছেলের মা হয়েছেন অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ। গত ১ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান।
সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে ইলিয়েনা লিখেছেন, ‘আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে আনতে পেরে আমরা কতটা খুশি তা কোনও শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের হৃদয় আজ পূর্ণ।’ ইলিয়েনার পোস্টে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে।
গত ১৮ এপ্রিল ইনস্টাগ্রামে অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন। তার এই আকস্মিক ঘোষণায় চমকে যান ভক্ত ও অনুসারীরা। অভিনেত্রী এখনো বিয়ে করেননি, তার প্রেমের সম্পর্কের কথাও শোনা যায়নি। তাই তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। তাছাড়া ইলিয়েনা জানাননি, কার ঔরসে তিনি মা হতে চলেছেন। মাঝখানে ইনস্টাগ্রামে ধারাবাহিকভাবে নিজের অন্তঃসত্ত্বাকালীন অবস্থা নিয়ে পোস্ট করেন অভিনেত্রী, সঙ্গে জুড়ে দেন এক ব্যক্তির ছবি। তবে তার চেহারা কখনো প্রকাশ করেননি। তাই অনেকেই তার নাম দিয়েছিলেন ‘রহস্য-পুরুষ’।
সঙ্গীর অস্পষ্ট ছবি পোস্ট করে ইলিয়ানা তখন লিখেছিলেন, ‘মাঝেমধ্যে ভুলে যাই যে নিজের প্রতি আমার আরেকটু সহৃদয় হওয়া উচিত। সে সময় এই সুন্দর মানুষটা আমাকে তা বুঝতে সাহায্য করেন। যখন আমি ভেঙে পড়ি তখন উনি আমাকে শক্ত করে ধরে রাখেন আর চোখের জল মুছিয়ে দেন। আমার মুখে হাসি ফোটাতে নানান মজার কথা শোনান। আমাকে জড়িয়ে ধরে শান্ত করেন। উনি জানে আমার কী প্রয়োজন।’
পরে অবশ্য সেই ব্যক্তির ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রেমিকের তিনটি ছবি পোস্ট করেন ইলিয়েনা। ৯ মাসের অন্তঃসত্ত্বা ইলিয়েনা প্রেমিকের সঙ্গে ডেটে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সেই ‘ডেট নাইট’-এর ছবিই। ছবিতে হাস্যোজ্জ্বল ইলিয়েনাকে দেখা যায়, পাশে বসে থাকা প্রেমিকের চোখেমুখেও আনন্দের ছাপ ছিল। তার কাঁধে মাথা রেখেও ছবি তোলেন ইলিয়েনা।
তবে ছবি প্রকাশ করলেও প্রেমিকের নাম–পরিচয় জানাননি তিনি। তাই ‘রহস্য-পুরুষ’ তকমাটি পুরোপুরি কাটেনি।
অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়েনা। তিনিই হয়ত তার সন্তানের বাবা। কারণ, এর আগে ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে পরে সকলের ভুল ভাঙেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বলিউডে রণবীর কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগন, বরুণ ধাওয়ান সহ বহু তারকার সঙ্গে অভিনয় করেছেন ইলিয়ানা। তবে ‘বরফি’ সিনেমাতে অভিনয়ের জন্য বেশি অলোচিত হয়েছিলেন ইলিয়েনা।