
আমার কাগজ প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কানাডিয়ান ভিসা প্রতারণাকারী একটি চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশ ঘোষ (২৬) ও রনি কুমার ঘোষ (৩০)। শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে এটিইউর একটি দল।
শনিবার এটিইউর এএসপি ওয়াহিদা পারভীন বলেন, গ্রেপ্তার পলাশ ঘোষ রাজধানীর তেজগাঁও কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষ পর্যন্ত এবং গ্রেপ্তার রনি কুমার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তারকৃতরা কানাডায় মাইগ্রেশনের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি সাধারণ মানুষকে ভিসা দেয়ার নামে সামাজিক যোগযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে প্রতারণা করছিলেন।
গ্রেপ্তারকৃতরা প্রথমে অনলাইনে মেয়েদের নাম ব্যবহার করে ফেইক আইডি তৈরি করে নিজেদেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথনের একপর্যায়ে গ্রেপ্তারকৃতরা কানাডায় স্কলারশিপ পেয়েছে বলে ওইসব ছাত্রদের কাছে মিথ্যা তথ্য দিতেন এবং স্পাউস ভিসায় তাদের কানাডায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভাবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
গ্রেপ্তারকৃতরা বিষয়টিকে বিশ্বাসযোগ্য করার জন্য কানাডার স্কলারশিপ পাওয়ার জাল কাগজপত্র তৈরি করতেন। এমনকি, তারা ব্রিলিয়ান্ট নাম্বার ব্যবহার করে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন থেকে কথা বলছেন বলে মিথ্যা পরিচয়ও দিতেন।
তিনি বলেন, এমন একাধিক অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান শুরু করে এটিইউ। নিবিড় অনুন্ধানের পর শনাক্ত করে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।