
জাস্টিন ট্রুডো ও জেভিয়া
বিনোদন ডেস্ক
সম্প্রতি ১৮ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি। তাদের এই বিচ্ছেদ মন ভেঙে দিয়েছে অনেকের। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হলেও সন্তানদের সঙ্গে কখনোই বিচ্ছেদ হওয়ার নয়।
তাই তো বিচ্ছেদের যন্ত্রণা ভুলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছেলেকে নিয়ে সম্প্রতি ‘বার্বি’ সিনেমা দেখতে গিয়েছিলেন। আনন্দঘন সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ট্রুডো। ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলের হাস্যোজ্জ্বল মুহূর্ত।
ছবির ক্যাপশনে লেখা, ‘আমরা বার্বি ডল’। এমনকি বার্বি সিনেমার চলতি ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে দুজনই ‘বার্বি’ ট্রেন্ডিং পোশাক পরেছেন। ট্রুডো পরেছিলেন একটি হুডি, আর ছেলে জেভিয়ারের পরনে টি-শার্ট।
বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে ট্রুডো ও সোফি আপাতত আলাদা বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাদের ৩ সন্তানের জন্য পরিবারের মতো করেই যোগাযোগ রাখবেন। ছুটির দিনে একত্র হবেন সবাই। ২০০৫ সালে বিয়ে হয়েছিল ট্রুডো ও সোফির।