
আমার কাগজ ডেস্ক
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামে আজ রোববার সকাল সাড়ে ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত হয়। এ সময়ে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি এম এ খালেক এবং সদস্য সচিব কাজী মেরাজ হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমানের সাথে সাক্ষাৎ করে বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের দোসর সকল কর্মকর্তাদের অপসারণের দাবি জানান।
তৎপ্রেক্ষিতে সিনিয়র সচিব তাৎক্ষণিকভাবে সম্প্রতি পদায়িত সংস্কৃতি সচিব মফিদুর রহমানের যোগদান থেকে বিরত রাখার জন্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কে অনুরোধ করেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামকে অবহিত করেন যে মফিদুর রহমানের ও নিয়োগ বাতিলের জন্য সামারি উপস্থাপন করা হচ্ছে।
পরবর্তীতে বিতর্কিত ও ফ্যাসিস্ট সকল কর্মকর্তাদের আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের উপস্থিত সকল সদস্যদের অবহিত করেন।