
আমার কাগজ ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরে আত্মঘাতী বোমা হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।
পেশোয়ারে আধাসামরিক বাহিনীর গাড়ির কাছে আত্মঘাতী হামলার স্থানে সেনা, পুলিশ সদস্যসহ অন্যান্য উদ্ধারকর্মীদের তৎপরতা।
পেশোয়ারে আধাসামরিক বাহিনীর গাড়ির কাছে আত্মঘাতী হামলার স্থানে সেনা, পুলিশ সদস্যসহ অন্যান্য উদ্ধারকর্মীদের তৎপরতা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১৮ জুলাই) পেশোয়ার শহরের হায়াতাবাদ এলাকায় টহল দিচ্ছিলো আধাসামরিক বাহিনীর একটি গাড়ি। পেছন থেকে অন্য একটি গাড়ি এসে গাড়িটির ঠিক পাশে পৌঁছালে হঠাৎই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আত্মঘাতী ওই বোমা হামলায় দু’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আধাসামরিক বাহিনীর সদস্য। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। হামলার কয়েক ঘণ্টা পর এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান।
বোমা হামলার পরপরই তদন্ত শুরু করেন আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। হামলার পেছনে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে বলে জানানো হয়েছে। জঙ্গি গোষ্ঠীটি আফগানিস্তান থেকে নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর।
এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন তারা।
পাকিস্তানভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত জঙ্গি হামলায় ৩৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। অন্যদিকে, সেনা অভিযানে ১ হাজার ১৭২ জঙ্গি নিহত হয়েছে।