
আমার কাগজ ডেস্ক
রাজধানীর গুলশান ক্লাবে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও ‘দি কালচারাল হেরিটেজ অব বাংলাদেশ’ বই এর প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক- নৃ-বিজ্ঞানী, গবেষক ও অধ্যাপক ড. আনোয়ারুল করীম। বিশেষ অতিথি ছিলেন প্রকাশক কেপিএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন্স ক্লাবের ডিরেক্টর কাজী সাইফুল করীম, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, কোরিয়া আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হারুন-অর-রশীদ।
উপস্থিত ছিলেন প্রকাশন ও বিএমএফ টিভির এডমিন অফিসার উম্মে সালমা কেয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও উৎসবের সভাপতি কে এম এইচ নজরুল ইসলাম।