
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চন্দ্রিমা মন্ডল (২৭) নামে এক পোস্টমাস্টার ও আনু মন্ডল (৫৫) নামে এক হকারের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার চন্দনী চাঁদপুর এলাকায় ও ভোর ৬ টায় দৌলতদিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় চন্দ্রিমা মন্ডলের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী পাংশার হোসেনডাঙ্গা পোস্ট অফিসের পোস্টমাস্টার অবনি মোহন বিশ্বাস (৭৩) আহত হয়েছেন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত চন্দ্রিমা মন্ডল পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ডা. অপূর্ব কুমার মন্ডলের স্ত্রী ও হাটবনগ্রাম পোস্ট অফিসের পোস্টমাস্টার। আনু মন্ডল গোয়ালন্দ উপজেলার শাহাদৎ মেম্বার পাড়া এলাকার ভোলাই মন্ডলের ছেলে।
চিকিৎসাধীন অবনি মোহন বিশ্বাস বলেন, ‘রাজবাড়ীতে ট্রেনিং শেষ করে মোটরসাইকেলে ফিরছিলাম। সদর উপজেলার চন্দনী চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমি সড়কের পাশে পড়ে গেলেও চন্দ্রিমা মন্ডল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা ও পাংশা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে ট্রাকটি আটকানো সম্ভব হয়নি।’
স্থানীয়রা বলেন, ঢাকা হতে বরিশালগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে দোকান বরাবর গাড়ি চালিয়ে দেয়। গাড়ির নম্বর ঝিনাইদহ -ট ১১-১৮৬৭। এ সময় পথচারী আনু মন্ডলকে চাপা দেয় ট্রাকটি। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।
আনু মন্ডলের মামা সালাম বেপারী বলেন, আনু পেশায় একজন হকার ছিলেন। ফেরিতে হকারী করে কলা বিক্রি করে সংসার চালাত। আনুর পরিবারে স্ত্রী ও তিনটি কন্যা সস্তান রয়েছে। আনুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে আটকের ব্যাপারে অভিযান চলমান আছে।