
মোহাম্মদ খলিলুর রহমান
অত্যন্ত আনন্দঘন পরিবেশ জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জে-৩২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৮ জুলাই) সকালে কলেজের অডিটোরিয়ামে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর মোঃ সাঈদ হাসানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডীন ডাঃ শাহরিয়ার নবী। বিশেষ অতিথি ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত পরিচালক জেনারেল আবু লুৎফে ফজলে রহীম খান ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর বাহার উদ্দিন ভূঁইয়া। এ সময় মেডিকেল কলেজের সকল বিভাগের প্রফেসর, লেকচারারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত দেশি-বিদেশি শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ১০০ নবাগত শিক্ষার্থীর মধ্যে বিশেষ উপহারসামগ্রী ও স্টুডেন্ট আইডি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রফেসর খালেকুল ইসলাম ববি।