
আমার কাগজ প্রতিবেদক
গণতন্ত্র না থাকলে সাংবাদিকতা থাকবে না, ৫৩ বছরে বার বার সাংবাদিকতা পথ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ।
শুক্রবার (৯ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ ‘সেতুবন্ধন’ থেকে একটি র্যালি শুরু হয়ে বিবিএ ফ্যাকাল্টি, নজরুল ভাস্কর্য হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন হয়।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, দৈনিক দেশ রূপান্তরের অনলাইন ও ডিজিটাল এডিটর এ কে এম মঞ্জুরুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কে এম মঞ্জুরুল হক বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি, যা আমাদের প্রধান উদ্দেশ্য। তবে এর পাশাপাশি সাংবাদিকতা আমাদের চারপাশের বাস্তবতা বোঝার এবং তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। আমাদের দেশে সাংবাদিকতার অনেক বড় বড় নাম আছে, কিন্তু তাদের কেউ কেউ এই মহান পেশাকে কলঙ্কিত করছেন।
এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি কেউ স্বার্থসিদ্ধি আর দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার সাংবাদিকতায় আসার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন সবুজ বলেন, আধুনিকতার সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। আমরা যখন সাংবাদিকতায় যুক্ত হয়েছিলাম, তখন বস্তুনিষ্ঠতা ও সত্য সংবাদ ছিল প্রধান ভিত্তি। কিন্তু বর্তমানে ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ার আবির্ভাবে সাংবাদিকতা এক নতুন মোড়ে প্রবেশ করেছে। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্ম এই নতুন ধারাকে যথাযথভাবে উপস্থাপন করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকলে সাংবাদিকতা থাকবে না। ৫৩ বছরে বারবার সাংবাদিকতা পথ হারিয়েছে। তবে সাংবাদিকতায় আসতে হলে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে— এটি কখনোই অর্থ উপার্জনের মাধ্যম নয়। আর্থিক সংকট আসবে, তা মেনে নিয়েই এগোতে হয়। একজন সাংবাদিককে হতে হয় পাঠকপ্রিয় এবং জ্ঞান আহরণে আগ্রহী।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে প্রেসক্লাবর আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।