আমার কাগজ প্রতিদনিধি
নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনকারীদের করের আওতায় আনছে সরকার। স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদন পলিসিতে (আইপিপি) ১৫ বছর পর্যন্ত উৎপাদনকারীকে কোনও কর দিতে হয় না। কিন্তু নতুন জারি করা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী বছর জুলাই থেকে ২০৩০-এর জুনের মধ্যে যেসব বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে তাদের নির্মাণের প্রথম পাঁচ বছর ১০০ ভাগ কর অব্যাহতি দেওয়া হবে। এর পরের তিন বছর তারা ৫০ ভাগ এবং তার পরের দুই বছর তারা ২৫ ভাগ কর অব্যাহতি পাবেন।
রবিবার (২৭ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, আপাত দৃষ্টিতে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্রকে কর অব্যাহতি দেওয়া হচ্ছে বলা হলেও ৫ বছর পর থেকেই তাদের করের আওতায় আনা হচ্ছে। অথচ আইপিপি নীতিমালা ১৯৯৬-তে সব ধরনের আইপিপি বিদ্যুৎ কেন্দ্রকে ১৫ বছরের কর অব্যাহতির বিধান রয়েছে। বিগত সরকার কর অব্যাহতির এই সময় কমিয়ে আনার চিন্তা করলেও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের আবেদনের প্রেক্ষিতে তা করতে পারেনি।