
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্ধ কল্যাণ সমিতিকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে অন্ধ কল্যাণ সমিতির হলরুমে আনুষ্ঠানিক ভাবে একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান দশ লাখ টাকার এই চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরিদা খানম শাকি, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির।
সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল এর আয়োজনে অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন