
বিনোদন ডেস্ক
গত এপ্রিলে সামাজিকমাধ্যমে মা হওয়ার সংবাদ দিয়ে চমকে দেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। কেননা, এখনও কারো সঙ্গে সাত পাকে বাঁধা পড়েননি এই অভিনেত্রী। তাই বারবার প্রশ্ন উঠেছে: কে তার সন্তানের বাবা?
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।
এদিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেয়ার পর থেকে বিভিন্ন সময় সোশ্যাল হ্যান্ডেলে নিজের আপডেট শেয়ার করেন ইলিয়ানা। তবে হবু সন্তানের বাবার পরিচয় গোপনই রেখেছিলেন। এবার গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে অনাগত সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ‘বরফি’খ্যাত এ অভিনেত্রী।
সম্প্রতি এ অভিনেত্রী নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রেমিকের একটি বা দুটি নয়, বরং তিনটি ছবি পোস্ট করেন। বর্তমানে নয় মাসের গর্ভবতী তিনি, তাতে অবশ্য প্রেমে বিন্দুমাত্র ভাটা পড়েনি। প্রেমিকের সঙ্গে ‘ডেট’-এ গিয়েছিলেন অভিনেত্রী। সেই ‘ডেট নাইট’-এর ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন ইলিয়ানা।
তবে এর আগেও সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন অভিনেত্রী। যদিও সেসব ছবি ঝাপসা ছিল। যাতে প্রেমিকের পরিচয় সামনে চলে না আসে।