
সানি দেওল
বিনোদন ডেস্ক
বক্স অফিসে সফল সানি দেওল অভিনীত ‘গদর ২’। কিন্তু রোববার বিনোদন দুনিয়ায় তোলপাড় শুরু হয় এই অভিনেতার জুহুর বাংলোর নিলামের খবরে। ব্যাংকের কাছে নাকি কোটি কোটি অর্থ ঋণের কারণে নাকি অভিনেতার জুহুর বাংলো ‘সানি ভিলা’ নিলামে উঠতে চলেছে। তবে নতুন খবর, সানির বাংলো নিলামে উঠছে না।
গত শনিবার ব্যাংক অব বরোদা সানির নামে বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সানি দেওলের জুহুর বাংলো ‘সানি ভিলা’কে নিলামে তোলার নির্দেশ দিয়েছিল ব্যাংক। নিলামের দিন ধার্য হয়েছিল আগামী ২৫ সেপ্টেম্বর। ব্যাংকের পক্ষ থেকে নিলামে এই বাংলোর দাম রাখা হয়েছিল ৫১ দশমিক ৪৩ কোটি রুপি। নিলামের গোটা প্রক্রিয়া অনলাইনে হওয়ার কথা ছিল। যিনি সর্বোচ্চ দাম দেবেন, তিনিই হবেন এই বাংলোর মালিক।
বলিপাড়ায় গুঞ্জন, সানি তাঁর পরিচালিত ছবি ‘ঘায়েল: ওয়ানস অ্যাগেইন’ নির্মাণের সময় ব্যাংকের থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। তার পরিবর্তে তিনি ব্যাংকের কাছে ‘সানি ভিলা’ বন্ধক রেখেছিলেন।
ব্যাংক অব বরোদার বিজ্ঞপ্তি অনুযায়ী, সানি দেওয়াল এই ঋণের জন্য তাঁর বাবা ধর্মেন্দ্র আর ভাই ববি দেওলকে জামিনদার রেখেছিলেন। এ ছাড়া এই অভিনেতা তাঁর সংস্থা ‘সানি সুপার সাউন্ড প্রাইভেট লিমিটেড’কে করপোরেট গ্যারান্টার হিসেবে রেখেছিলেন।
ব্যাংককে ৫৬ কোটি ঋণ পরিশোধ করার কথা ছিল সানির, কিন্তু তিনি তা দিতে পারেননি। তাই ব্যাংক এই ঋণের অঙ্ক আর তার সুদ উশুল করার জন্য ‘সানি ভিলা’কে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখনকার খবর অনুযায়ী, ব্যাংক অব বরোদা ই-নিলামের বিজ্ঞপ্তি ফিরিয়ে নিয়েছে। কারিগরি কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
সানির বাড়ি নিলামে ওঠা নিয়ে যখন নানা জনের নানান মত, সেই সময় মুখ খুললেন ‘গদর ২’ অভিনেতা। এই প্রসঙ্গে সানি বলেন, ‘আমি এই নিয়ে এখনই কিছু বলতে চাই না, যাই বলব লোকে ভুল ভাবতে পারেন। ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত।’