আমার কাগজ প্রতিবেদক
জনপ্রশাসনে তিন যুগ্মসচিবের দপ্তর বদল করেছে সরকার। বৃহস্পতিবার (৬ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (যুগ্মসচিব) মো. হায়দার আলীকে জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক এম মজিবুর রহমানকে Disaster Risk Management Enhancement Project এর প্রকল্প পরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. মো. মোকতার হোসেনকে বিআরডিবির পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে।