
বিনোদন ডেস্ক
হেরা ফেরি সিনেমা থেকে শুরু, এরপর একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল। তাদের বন্ধুত্বও দীর্ঘদিনের। কিন্তু কিছুদিন ধরে সম্পর্কটা ভালো যাচ্ছে না এই দুই বন্ধুর।
জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি থেকে হঠাৎ করেই বেরিয়ে যান পরেশ রাওয়াল। এরপর তার বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণের মামলার কথা জানায় অক্ষয়ের কুমারের প্রযোজনা সংস্থা।
এর পরেই জানা যায়, সুদসহ টাকা ফেরত দিয়ে বিবাদ মিটিয়ে নিয়েছেন ‘বাবু ভাইয়া’। এত ঘটনা ঘটলেও চুপ ছিলেন পরেশ। অবশেষে এই বিতর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, ‘হেরা ফেরি ৩’ বিতর্ক নিয়ে এক্সে পরেশ রাওয়াল জানিয়েছেন, ‘সিনেমা থেকে বেরিয়ে আসা নিয়ে তার আইনজীবী অমিত নায়েক একটি উপযুক্ত জবাব পাঠিয়েছেন। সেটি পড়লেই সব বিতর্কের অবসান হবে।’
অমিত নায়েক এর আগে অমিতাভ বচ্চন ও অনিল কাপুরের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনি লড়াই করেছেন। এর আগে গত শুক্রবার অক্ষয় কুমারের আইনজীবী জানান, ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের সরে দাঁড়ানো নিয়ে তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন। তিনি জানান, চুক্তি ভঙ্গের জেরে ছবির ওপর বড় ধরনের আইনি প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যেই প্রযোজনায় বিপুল অর্থ খরচ হয়েছে—অভিনেতাদের পারিশ্রমিক, টেকনিক্যাল টিম, এমনকি ট্রেলার শুটিংয়েও। তাই পরেশ রাওয়ালকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে, অক্ষয়ের প্রযোজনা সংস্থা দুই পক্ষের মীমাংসা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও পরেশের কথায় পরিষ্কার- তিনি আর সিনেমাটিতে থাকছেন না। তবে এই বিতর্ক নিয়ে অক্ষয় কুমার এখনও কোনো মন্তব্য করেননি।