হিলি প্রতিনিধি
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে কমেছে ২০ টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ ১২০ টাকায় এবং দেশি শুকনো পেঁয়াজ ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে এমন সংবাদে দেশি পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। কেজি প্রতি ১২০ টাকা বৃদ্ধি করে মাত্র ২০ টাকা কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
সোমবার (১১ ডিসেম্বার) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরজেনা বেগম বলেন, দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা সাধারণ মানুষকে নিয়ে তামাশা করছে। কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি করে মাত্র ২০ টাকা কমিয়ে তামাশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সাহস পেতো না।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে এমন সংবাদে দেশের বিভিন্ন মোকামে কমেছে দেশি পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।
উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।