মো. ফারুক
দেশের সর্ববৃহৎ সুপারস্টোর চেইন শপ ‘স্বপ্ন’ কিশোরগঞ্জের বাজিতপুর আউট লেট-এর ৪র্থ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। একইসাথে উক্ত আউটলেটটি স্থান পরিবর্তন করে আরো বৃহৎ পরিসরে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার ভাগলপুরে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) জোনাল ম্যানেজার অফ অপারেশন মো. জাহিদুল ইসলাম, ‘স্বপ্ন’ আউট লেট বাজিতপুর-এর সত্বাধিকারী আবু তারেক খান নুঠন ও আবুল বাশার খান সুমন।
অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেকার হায়দার ইফতি, ব্যবসায়ী আবু সাইদ খান কাকনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফিতা কেটে নতুন (স্থান পরিবর্তন) আউট লেট-এর উদ্বোধন এবং কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
Related Stories
December 12, 2024 6:04 PM
December 12, 2024 6:02 PM
December 12, 2024 5:53 PM