
ফজলুল হক, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক সেবা মাস সেপ্টেম্বর (১-৩০) উদযাপন উপলক্ষে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮) সেপ্টেম্বর বিকালে ইসলামী ব্যাংক অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় শাখা প্রধান ও ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহমদ।অনুষ্ঠানে প্রধান আলোচকের আলোচনা পেশ করেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ মনির।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নং চাষির হাট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা। সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া,ব্যবসায়ী হাসানুজ্জামান,শামসুল আরেফিন জাফর প্রমুখ
প্রধান অতিথি তার আলোচনায় বলেন ইসলামী ব্যাংক তার একটি কালো যুগ পেরিয়ে এখন সোনালী দিনের প্রত্যাশায় এগিয়ে যাচ্ছে। তাই ইসলামী ব্যাংকের গ্রাহকদের কে বিভ্রান্ত না হয়ে ব্যাংকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।