
ফজলুল হক, সোনাইমুড়ী
সোনাইমুড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সোনাইমুড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সম্প্রতি কাতার বাংলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। এই উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে মামুনুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, নোয়াখালী ১ আসনের সাবেক সাংসদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
অনুষ্ঠানে মামুনুর রশিদ সোনাইমুড়ী প্রেসক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মামুনুর রহমানের ভূয়সী প্রশংসা করে।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালাউদ্দিন, সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, দপ্তর সম্পাদক টি এ সেলিম, সাবেক কোষাধক্ষ আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক দপ্তর সম্পাদক এ কে এম মহিউদ্দিন, সাবেক প্রচার সম্পাদক ইয়াসিন, প্রচার সম্পাদক আব্দুস সালাম মাসুম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।