স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠলে হারেন না তিনি। নোভাক জোকোভিচের ক্ষেত্রে একথা বলাই যায়। কারণ, ১০ বার ফাইনাল খেলে সবকটিতেই জিতেছেন সার্বিয়ান এই তারকা। তবে এবার ফাইনালে ওঠার আগেই ছিটকে গেছেন তিনি। চলমান অস্ট্রেলিয়ান ওপেনে ইতালির চতুর্থ বাছাই ইয়ানিক সিনারের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো জোকোভিচকে।
শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে সিনারের বিপক্ষে ৬-১, ৬-২ ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হেরে যান জোকোভিচ। ২০১৮ সাল থেকে এখানে জোকোভিচ টানা ৩৩ ম্যাচ জয় পেয়েছেন। এবার ছেদ পড়ল সেই জয়রথে।
এদিন প্রথম দুই সেটেই জোকোভিচকে হারিয়ে দেন সিনার। তবে বহুবার প্রত্যাবর্তনের গল্প লিখেছেন জোকোভিচ। এদিনও তার ছাপ রাখতে শুরু করেছিলেন। তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন ৭–৬ (৮/৬) গেমে। তবে চতুর্থ সেটে গিয়ে আর পারলেন না তিনি। ৬-৩ গেমে হেরে ছিটকে পড়েন বর্তমান এই চ্যাম্পিয়ন।
এদিকে জোকোভিচকে হারিয়ে প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন সিনার। এর আগে তার সর্বোচ্চ সাফল্য ছিল রড লেভার অ্যারেনায় গত আসরে কোয়ার্টার ফাইনালে খেলা। এবার চাইবেন শিরোপা জিততেই। সেই লড়াইয়ে তাকে পেরোতে হবে আরেক সেমিফাইনালে খেলা দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরভের যেকোনো একজনকে।
এক নম্বর বাছাই জোকোভিচকে শেষ চারবারের তিন দেখায়ই হারিয়েছেন সিনার। এর পেছনের রহসী কী এমন প্রশ্নে ইতালিয়ান এই তারকা বলেন, ‘আমি জানি না- তাকে প্রশ্ন করতে হবে। আমার মনে হয় আমাদের খেলার ধরনটা প্রায় এক। আমি তাকে শুধু চাপে রাখার চেষ্টা করেছি। আপনাদের সেই কৌশল আমি বলব না।’