
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি বোম্বে টাইমস ফ্যাশন উইকের সন্ধ্যায় তিনি দেখালেন তার অদম্য চমক। কালো ও সোনালী চোলি আর ম্যাচিং লেহেঙ্গায় তিনি র্যাম্পে হাঁটলেন। তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করল। তার এই র্যাম্পওয়াকের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সুস্মিতা সেন সাভেক মিস ইউনিভার্স হয়েও সেই গ্ল্যামার তিনি এখনো ধরে রেখেছেন। ফ্যানরা তার র্যাম্পওয়াকের প্রশংসায় বলছেন, ঐশ্বরিয়ার রায়ের চেয়ে অনেক বেশি স্টাইলিশ। কিছু ফ্যান মন্তব্য করেছেন, কঙ্গনা রানাউত সুস্মিতার পরে র্যাম্পে দ্বিতীয় স্থানে আছেন। একজন ফ্যান লিখেছেন, তিনি একেবারে অসাধারণ, ঐশ্বরিয়ার রায়কেও ছাড়িয়ে গেলেন। অন্যজন মন্তব্য করেছেন, সুস্মিতা একেবারে অপ্রতিদ্বন্দ্বী র্যাম্প কুইন, আর কঙ্গনা রানাউত দ্বিতীয় স্থানে। সবমিলিয়ে নেটিজেনরা এখন সুস্মিতার প্রশংসায় ব্যস্ত। দারুণ আলোচনা হচ্ছে এই তারকাকে নিয়ে।
প্রসঙ্গত, সুস্মিতা ও ঐশ্বরিয়া উভয়ই ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ১৯৯৪ সালে সুশ্মিতা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। সেই বছর ঐশ্বরিয়ার রানার-আপ হলেও মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন।
সুস্মিতা সেন বর্তমানে নিয়ের মতো করে কাজ করেন প্ররদায় তাকে খুব বেশি দেখা যায় না। সর্বশেষ থ্রিলার ড্রামা ‘আর্য়া’-তে দেখা গিয়েছে। সিজন ৩-এর প্রথম ভাগ ২০২৩ সালে এবং দ্বিতীয় ভাগ ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি প্রচারিত হয়।