
বিনোদন ডেস্ক
নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় নজরকাড়া পারফরম্যান্সের পরও অপেশাদারিত্বের অভিযোগে সিনেমাটির সিক্যুয়েলে দেখা যাবে না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। আর এমন খবরে শোরগোল পড়ে গেছে বলিপাড়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতাদের দাবি- দীপিকার সময় ও দায়বদ্ধতার অভাব থাকায় তাকে এ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকতেন দীপিকা। সেই চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে। যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে শুধু ছোট একটি চরিত্রে রাখা হয়েছে।
এ খবর পেয়ে অভিনেত্রী এবং তার টিম সিক্যুয়েল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, তিনি নিজে থেকেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দীপিকা
বি-টাউনে এমন গুঞ্জনের মাঝেই শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে দীপিকা পাড়ুকোন ঘোষণা করলেন তাকে দেখা যাবে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এ।
সেখানে দীপিকাকে দেখা যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত শক্ত করে নিজের হাতে ধরে আছেন। একঝলকে বোঝা না গেলেও ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে- নায়িকার হাত আঁটসাঁট করে ধরে রেখেছেন শাহরুখ খান। ১৮ বছর আগে নিজের হাতে ধরে এভাবেই ইন্ডাস্ট্রিতে দীপিকাকে পথ চলতে শিখিয়েছিলেন কিং খান।
নতুন সিনেমা ঘোষণার আগে ১৮ বছর আগের সেই দিনে ফিরে গেলেন অভিনেত্রী। বিশেষ ছবি শেয়ার করে নিয়ে দীপিকা পাড়ুকোন লিখেছেন, ‘প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ তৈরির সময় ওর থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হলো একটি ছবি তৈরির অভিজ্ঞতা এবং যাদের সঙ্গে সেই সিনেমা তৈরি হচ্ছে, তা সবসময় সাফল্যের থেকে অনেক বেশি।’ অনুরাগীরা তার বক্তব্যে কটাক্ষের আভাস ধরতে পেরেছেন বলে মনে করেন।
শুধু এখানেই শেষ নয়, দীপিকা আরও লিখেছেন, ‘এ শিক্ষার সঙ্গে আমি সহমত। এবং এ কথাই প্রত্যেক সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখি। সে কারণেই কি আমরা একসঙ্গে ষষ্ঠ সিনেমা নিয়ে ফিরছি?’
পোস্টের নিচে হ্যাশট্যাগে রয়েছে ‘কিং’ ও ‘ডে ওয়ান’।
ফলে একপ্রকার স্পষ্ট- বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে। অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন স্বামী রণবীর সিংও। তবে ‘কল্কি ২৮৯৮ এডি’র নির্মাতাদের উদ্দেশেই যে এই সূক্ষ্ম বার্তা দিয়েছেন দীপিকা, তা মানছেন ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর এ উত্তরে মুগ্ধ তারা।