
স্পোর্টস রিপোর্টার
উপমহাদেশে সবার আগে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বাংলাদেশের ছেলে নিয়াজ মোরশেদ। আর এখন উপমহাদেশের দাবায় মেধা খাটাচ্ছেন ভারতীয় দাবাড়ুরা। এবার ভারতের ১৮ বছর বয়সি ডুম্মারাজু গুকেশ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করেছেন।
চেন্নাইয়ের তামিল নাড়ুর তখনো গ্র্যান্ডমাস্টার হননি, ১১ বছর বয়সে বলেছিলেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে তিনি সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান। এবার সে কথাই রাখলেন। সিংগাপুরে গতকাল অনুষ্ঠিত ফাইনালে গুকেশের প্রতিপক্ষ চিনের ডিং লিরেনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পান তিনি। ৫৮টা চাল দিয়ে জয় নিশ্চিত করে লাফিয়ে উঠেন। আনন্দে কেঁদে ফেলেন গুকেশ।
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার মুকুট উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। গুকেশ ২০২২ সালে অলিম্পিয়াডে একক বিভাগে স্বর্ণ জয় করেছিলেন। এবার সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখলেন। আর ১২ বছর ৭ মাস ১৭ দিনে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন ডুম্মারাজু গুকেশ।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের দাবা একাডেমির ছাত্র ছিলেন গুকেশ। তার বাবা একজন ডাক্তার, মা মাইক্রোবায়োলজিস্ট, সাত বছর বয়সে দাবা খেলা শুরু করেন গুকেশ। ২০২৩ সালে সবচেয়ে কম বয়সে গুকেশ ২ হাজার ৭৫০ রেটিং পেয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে টপকে যান তিনি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় গুকেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।