
আমার কাগজ প্রতিবেদক
বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান এনডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়া রানা।
আজ সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ সংসদ সচিবালয়ে সচিবের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা স্মারক তুলে দেন ফজলুল হক ভুইয়া রানা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সচিব হিসেবে তিনি যোগদান করেন।
সচিব মো. মিজানুর রহমান ঝালকাঠী জেলার দিবাকরকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।