
আমার কাগজ প্রতিবেদক
জনপ্রশাসনের সচিব মো. মিজানুর রহমান (এনডিসি)’র মাতা সাফিয়া বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে তিনি নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ বুধবার রায়েরবাজার কবরস্থানে নামাজে জানাজা শেষে সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আমার কাগজ সম্পাদকের শোক: সাফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূইয়া রানা। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।