
আমার কাগজ প্রতিবেদক
শিগগিরই সচিব পদে পদোন্নতি ও পদায়ন হতে পারে। সব কিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়ে এরই মধ্যে সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেত মিলেছে।
সূত্র মতে, বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ চলছে সচিব ছাড়াই। অতিরিক্ত সচিবরা রুটিন কার্যক্রম পরিচালনা করছেন। ফলে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সচিব নিয়োগে যোগ্যদের যাচাই-বাছাই করেছে অন্তর্বর্তী সরকার।
তবে যাচাই-বাছাই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সচিবালয় অভ্যন্তরে চলছে নানা গুঞ্জন। অভিযোগ ওঠেছে, ডিসি পদায়নের ন্যায় বিগত সরকারের সুবিধাভোগী কারো কারো কপাল খুলতে পারে। আর্থিক বিভাগের শীর্ষ পদে বসানো নিয়ে এমন একজনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। ফলে এ নিয়ে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।