
স্পোর্টস ডেস্ক
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ২৯ রানে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান তানজিম সাকিব। নিশান মাদুষ্কা ও কামিন্দু মেন্ডিসকে আউট করেন তাসকিন। দুইশ’র আগে ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তবে দলকে টানছেন অধিনায়ক চারিথা আশালঙ্কা।
শ্রীলঙ্কা ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে। ক্রিজে থাকা অধিনায়ক চারিথা আশালঙ্কা ৮৩ রানে খেলছেন। তার সঙ্গী ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এর আগে নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস শূন্য এবং মাদুষ্কা ৬ রান করে আউট হন। কুশল মেন্ডিস ৪৫ রান করে সাজঘরে ফেরেন। তিনি আশালঙ্কাকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন। পঞ্চম উইকেটে আশালঙ্কা ও লিয়ানাগের ৬৪ রানের জুটি হয়। ওই জুটি ভাঙেন নাজমুল শান্ত। তিনি লিয়ানাগেকে ২৯ রানে আউট করেন।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সিতে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন ও স্পিনার তানভীর ইসলাম জায়গা পেয়েছেন একাদশে। শ্রীলঙ্কাও এক খেলোয়াড়ের অভিষেক করিয়েছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে আছেন একাদশে।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানাম, এসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।