মো. ফারুক
জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামানসহ কলেজ, মাধ্যমিক স্কুল, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ।
উপজেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ, শ্রেষ্ঠ গালর্স গাইডার, শ্রেষ্ঠ স্কাউটসহ সর্বোচ্চ সংখ্যক পুরস্কার অর্জন করে বাজিতপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ।
মাধ্যমিক শিক্ষা অফিসারের দেওয়া তথ্যমতে, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে মোট ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাদের প্রত্যেককে নগদ ২০০০ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হয়। অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থী পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ও গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মোট ৯৬টি পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে ১৬টি পুরস্কার এবং স্কাউটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ১৯টি পুরস্কার প্রদান করা হয়।