বিনোদন প্রতিবেদক
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান বর্তমানে সিনেমার চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত। অন্যদিকে, বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত শাকিব। পাশাপাশি দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্বও পালন করছেন। তার সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রায়ই অভিনেতাকে নিয়ে মন্তব্য করে বসেন। তবে সেসবে নজর না দিয়ে জীবনের নতুন অধ্যায় খুলতে যাচ্ছেন শাকিব খান। শোনা যাচ্ছে এবার পরিবারের পছন্দে বিয়ে করতে যাচ্ছেন এই নায়ক।
শোবিজ অঙ্গনে গুঞ্ছন চলছে শিগগিরই তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান। এক ডাক্তার মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগোচ্ছে শাকিবের। এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলছেন না শাকিবের সাবেক দুই স্ত্রী।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে শাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হয় অপু বিশ্বাসের কাছে। এ নিয়ে অপু বলেন, আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলব।
একটি সংবাদপত্র থেকে জানা যায়, নায়কের পরিবার চাচ্ছে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে জমকালো আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান। নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে।
বর্তমানে অনেক তারকারাই দেশের বাইরে গিয়ে বিয়ের আয়োজন করছেন। শোনা যাচ্ছে, দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে শাকিব খানের বিয়ের অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে। শাকিব কোথায় আর কাকে বিয়ে করবেন সেটা জানতে হলে এখন অপেক্ষা করতে হবে তার ভক্তদের।