আমার কাগজ ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে লন্ডনে সাক্ষাৎ করেছেন।
আগামী মাসে মার্কিন নির্বাচনের আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে ইউরোপীয় মিত্রদের সহায়তা নিশ্চিত করতেই তার এ সফর।
লন্ডন থেকে এএফপি জানায়, মধ্যাঞ্চলের ডাউনিং স্ট্রিটের বাইরে তারা লাল গালিচায় করমর্দন করেন এবং ছবি তোলার জন্য পোজ দেন।
ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল মার্ক রাটের সাথে বিকেলে স্টারমারের একটি বৈঠকও রয়েছে।