
ফেনী প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের এডহক কমিটি গঠন হয়েছে। এতে জেলা প্রশাসককে (পদাধিকারবলে) চেয়ারম্যান, জিয়া উদ্দিন আহমেদ (মিষ্টার) কে ভাইস-চেয়ারম্যান এবং সমাজসেবী ও ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সাঈদকে সেক্রেটারী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক সার্কুলারে এই এডহক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- শেখ ফরিদ বাহার, আ. ন. ম. আবদুর রহিম, মুহাম্মদ ফজলুল হক, ডা. জিয়াউদ্দিন লাভিম, রশিদ আহমেদ, মোতাহের হোসাইন (তুহিন), আরিফ আজম ও আবদুল্লাহ আল যোবায়ের।
সার্কুলারে বলা হয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ১৪ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাসের জন্য কার্যনির্বাহী এডহক কমিটি গঠন করা হলো। এডহক কমিটির মেয়াদ সমাপ্তির (১৩ ডিসেম্বর ২০২৫) পূর্বেই নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।