
স্পোর্টস ডেস্ক
ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিলেও জুভেন্টাস ভক্তদের জন্য এসেছে বড় সুখবর। দলের আক্রমণভাগ পুনর্গঠনের অংশ হিসেবে তুরিনের ক্লাবটি দলে ভিড়িয়েছে কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিডকে।
বুধবার (২ জুলাই) সকালে ইতালির জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানো ও মাত্তেও মোরেত্তো জানান, রিয়ালের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই জুভেন্টাস ও ডেভিডের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়।
ফরাসি ক্লাব লিঁলের সঙ্গে ডেভিডের চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হওয়ায় ফ্রিতেই যোগ দিচ্ছেন তিনি। ক্লাবের নতুন ফুটবল অপারেশন্স প্রধান ড্যামিয়েন কোমোলির অধীনে এটিই প্রথম বড় সাইনিং।
চুক্তি অনুযায়ী, ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার প্রতি মৌসুমে ৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন, সঙ্গে আরও ২ মিলিয়ন ইউরো পর্যন্ত বোনাসের সুযোগ রয়েছে। ডেভিডের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি ২০২৯ বা ২০৩০ সাল পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রিতেই তুরিনে যাচ্ছেন এই ফুটবলার। আর ক্লাবের নতুন ফুটবল অপারেশন্স প্রধান ড্যামিয়েন কোমোলির অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় সাইনিং। আর্থিক বিবরণ অনুযায়ী, ডেভিড বছরে ৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন। সঙ্গে আরও ২ মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার সুযোগ থাকবে। এই চুক্তি ২০২৯ বা ২০৩০ সাল পর্যন্ত হতে পারে।
২০২০ সালে ফরাসি ক্লাব লিঁলে যোগ দেন ডেভিড। তারপর টানা পাঁচ মৌসুম লিগ আঁতে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন তিনি। গত মৌসুমে ১৬ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে করেছেন ৭ গোল।