সৌদি আরব প্রতিনিধি আল আমিন হিমেল
সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত।
বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ (বিওডি) এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ শোয়াইব। শিক্ষার্থী মুসফিয়া আক্তার ও ফারিহা জান্নাতের যৌথ সঞ্চালানয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের কো-ফাইনান্স ডাইরেক্টর ফারুক হোসেন ও অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কাওসার মাহমুদ।
আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর বর্ণাঢ্য জীবন প্রবাহের উপর প্রামণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, অভিভাবক, কর্মচারীগণ সহ আমন্ত্রিত সর্বস্তরের প্রবাসীবৃন্দ।