
আমার কাগজ ডেস্ক
সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রথম প্রবাসী কমিটি গঠিত হয়েছে। গত ৯ আগস্ট ২০২৫ মো. মকবুল হোসেনকে সভাপতি ও মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এই নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দলের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, রাষ্ট্র সংস্কারের দাবী এখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে। এটা খুবই আশাব্যঞ্জক যে জুলাই অভ্যুত্থানের প্রধান বক্তব্যগুলোর একটা ছিল রাষ্ট্র সংস্কার। পাশাপাশি আমরা এটাও দেখছি অনেক রাজনৈতিক দলের কাছেই রাষ্ট্র সংস্কার বিষয়টা ঠিক পরিস্কার নয়। বিশেষ করে কোন কোন সংস্কার এ মুহুর্তে জরুরি, তার জন্য কেমন রাজনৈতিক পরিবেশ জরুরি, কিভাবে সে সংস্কারগুলো টেকসই করতে হবে ইত্যাদি। এমনকি আমরা এটাও দেখেছি, সরকারের মধ্যে সংবিধান সংস্কার ও সংবিধান সংশোধনী নিয়ে বিভ্রান্তি আছে।
এ সকল সংকট ও বিভ্রান্তি অতিক্রম করে টেকসই ও কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাংগঠনিকভাবেও আরো শক্তিশালী হতে হবে। সে পথে আজকের সিঙ্গাপুরে প্রবাসী কমিটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংগঠকদের অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানান তিনি।
সিঙ্গাপুর কমিটির সভাপতি মো. মকবুল হোসেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রথম প্রবাসী কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে সকল সংগঠক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সকল নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিঙ্গাপুর কমিটি কেবল সিঙ্গাপুরে নয়; মালয়েশিয়া, কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনীতি প্রচার ও সমর্থকদের সংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো প্রতিজ্ঞা করেন, প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ও অভিবাসন প্রক্রিয়া সহজ করাসহ প্রবাসীদের সকল সমস্যা সমাধানে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে এ কমিটি নিরলসভাবে কাজ করবে।
২১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকায় যারা রয়েছেন-সভাপতি মো. মকবুল হোসেন, সহ-সভাপতি মো. আলমাছ মিয়া, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলি নেওয়াজ
প্রচার সম্পাদক মো. সাগর ইসলাম। এছাড়া কার্যনির্বাহীর সদস্য যথাক্রমে-মামুন মিয়া, মো. আরমান, মো. জুলহাস, সেলিম খান, তাইজুল ইসলাম, শেখ লাবু, রিয়াজুল ইসলাম, মো: রিয়ান, আল আমিন, মো. রাকিব, মো. নাসির, মো. কবির ও হোসাইন কবির
আবদুল বাতেন।