দিদার মিয়া
আজ শনিবার নরসিংদীর রায়পুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সমবায়ী সাইফুল ইসলাম মাহাবুব এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রৌশনারা বেগম তার বক্তব্যে বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমবায়ীদের নিয়ে আমরা কাজ করতে বদ্ধ পরিকর। অতিথিদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোকে হতে হবে জনমুখী ও জবাবদিহীতা মূলক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে পারলে সকল ধরণের বৈষম্য দূর করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমবায়ী হযরত আলী ভূইয়া, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি ও সমবায়ী মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহম্মেদ পলাশ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুর রহমান ও বিভিন্ন সমবায়ী ও সাংবাদিকবৃন্দ।
Related Stories
November 13, 2024 6:50 PM
November 13, 2024 6:48 PM
November 13, 2024 6:46 PM