
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দু’টি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা যাত্রী মো. হানিফ মিয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ মিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতের নাম জানা যায়নি।
স্থানীয়ারা জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া চৌমুহনী থেকে রাজস্থলীর উপজেলায় আসার পথে আসার পথে ইসলামপুর জামতলা এলাকায় দুটি যাত্রীবাহী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালের পরিচালক ড. প্রবীর খিয়াং বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে। নিহতের মরদেহ তার বাড়িতে নেওয়া হচ্ছে।