
বিনোদন ডেস্ক
বিয়ে তারিখ আগেই ঘোষণা করেছিলেন বলিউড অভিনয়শিল্পী রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি। বলা চলে বিয়ের প্রস্তুতি এখন শেষে দিকে। তিন দিনব্যাপী চলবে রাকুল-জ্যাকির বিয়ের আয়োজন। আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে হলুদ, মেহেদিসহ নানা আচার–অনুষ্ঠান। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিয়ে করবেন রাকুল-জ্যাকি। গোয়ার বিলাসবহুল হোটেল আইটিসি গ্র্যান্ডে হবে তাদের বিয়ের অনুষ্ঠান।
জানা গেছে, ২৪৬ কক্ষের রিসোর্টটিতে ইন্দো-পর্তুগিজ কারুকাজের ছোঁয়া আছে। আর বিয়ের জন্য এই রিসোর্টকে বেছে নেওয়ার জন্য বেশ সাধুবাদও পাচ্ছেন হবু দম্পতি। রাকুল-জ্যাকির বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকা সীমিত, বিশেষ অতিথি ছাড়া বিয়ের আসরে উপস্থিত থাকবেন পরিবার পরিজন আর বন্ধুরা। তবে বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের অনেকেই। আমন্ত্রিতদের তালিকায় বলিউডের কোন তারকারা রয়েছেন সেটা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, রাকুল-জ্যাকির বিয়েতে উপস্থি্ত থাকবেন বলিউ়ডের আলোচিত যুগল অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপূর। গুঞ্জন আছে, দুই তারকা নাকি একে-অপরকে মন দিয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিয়ের অনুষ্ঠান হলেও একদিন আগেই (২০ ফেব্রুয়ারি) আদিত্য, অনন্যা এবং অন্যান্য আমন্ত্রিতরা গোয়ায় চলে যাবেন। জ্যাকির সঙ্গে অনন্যা এবং আদিত্যের সম্পর্ক যে ভাল, তা বেশ বোঝা যায়। এর আগে বিভিন্ন পার্টিতে জ্যাকির সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে অনন্যা-আদিত্যকে। রকুল-জ্যাকির বিয়েতে কি তবে আদিত্য-অনন্যারও নতুন ফ্রেম তৈরি হবে? সেদিকেই তাকিয়ে ভক্তরা।
রাকুল-জ্যাকির বিয়েতে এলাহি আয়োজন থাকলেও অনুষ্ঠান হবে একেবারেই পরিবেশবান্ধব পদ্ধতিতে। বিয়েতে থাকছে কিছু নিয়মকানুন। কার্বনের আধিক্য অর্থাৎ ‘কার্বন ফুটপ্রিন্ট’ কমাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিয়ের কার্ডও নীল-সাদা রঙে করা হয়েছে। এ ছাড়া কাউকে সরাসরি উপস্থিত হয়ে নিমন্ত্রণ করেনি দুজনের পরিবার। বিয়ের অনুষ্ঠানে চারাগাছ লাগানোর পরিকল্পনাও করছেন তারা। ২২ ফেব্রুয়ারি মুম্বাইতে বিয়ে–পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।