
নওরীন নুসরাত স্নিগ্ধা
ইবি প্রতিনিধি
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দুই সপ্তাহের মাথায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর নাম নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬)। তিনি টাঙ্গাইল জেলার সদর থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে এবং ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ার পলাশবাড়ি বাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গত ২১ জুলাই পারিবারিকভাবে নওরীনের বিয়ে হয় ইব্রাহিম খলিলের সঙ্গে। ইব্রাহিম চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। তিনি একটি ব্যাটারি কোম্পানিতে কর্মরত।
এসআই জি এম আসলামুজ্জামান সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে তারা দুই পরিবারের কেউ অভিযোগ করেনি।
বাড়ির ম্যানেজার ফারুক হোসেন ভাষ্যমতে, ইব্রাহিম খলিল তাদের বাড়িতে ৬ মাস ধরে রয়েছেন। গত ২১ জুলাই তার বিয়ে হয়। এরপর ইব্রাহিম তার স্ত্রী নওরিনকে ভাড়াবাড়িতে নিয়ে আসেন। বিকেলে (গতকাল মঙ্গলবার) হঠাৎ করে বাড়ির ছয় তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় নওরিন। পরে তাকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহ থানায় নিয়ে যায়।
এদিকে নওরীনের কয়েকজন সহপাঠী জানায়, কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নওরীনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শোনার পর থেকে মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মতো মেধাবী মেয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয় দেশের জন্য একটি সম্পদ ছিল।’