বিনোদন ডেস্ক
মারা গেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা অ্যালান আর্কিন। বৃহস্পতিবার (২৯ জুন) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। একদিন পর তার তিন ছেলে সমন্বিত বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন শিল্পী এবং একজন মানুষ হিসেবে আমাদের বাবা প্রকৃতির শক্তিতে অত্যন্ত মেধাবী ছিলেন। একজন যত্নশীল স্বামী, বাবা ও দাদা হিসেবে তাকে সবসময় মনে পড়বে।’
হলিউডের কালজয়ী অভিনেতা ছিলেন অ্যালান। অস্কার, গোল্ডেন গ্লোব, ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো পুরস্কার জিতেছেন তিনি।
১৯৩৪ সালের ২৬ মার্চ নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেছিলেন অ্যালান আর্কিন। তার অভিনয় জীবন শুরু হয়েছিল মঞ্চনাটক দিয়ে। ১৯৬৩ সালে জোসেফ স্টেইনের ‘এন্টার লাফিং’ নাটকে ডেভিড কলোউইজ চরিত্রে প্রথম কাজ করেছিলেন তিনি। এই কাজের জন্য টনি অ্যাওয়ার্ড জিতেছিলেন এ অভিনেতা।
ষাটের দশকেই অভিনয়ে সাফল্য পান অ্যালান আর্কিন। ‘দ্য রাশিয়ানস আর কামিং’, ‘ওয়েট আন্টিল ডার্ক’, ‘দ্য হার্ট ইজ আ লনলি হান্টার’, ‘পপি’ ইত্যাদি ছবিতে এই দশক মাতিয়ে রাখেন তিনি। পরে একাধিক নন্দিত সিনেমায় অভিনয় করেন।