আমার কাগজ প্রতিবেদক
আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি, ২০২৪ তারিখ বিভিন্ন গণমাধ্যমে ‘মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু’ –শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের দিপু সানা (৩৭) নামক এক সিনিয়র সহকারী পরিচালক মারা গেছেন।
কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগে বর্ণিত ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। এ জাতীয় ঘটনা নতুন নয়, পূর্বেও একইভাবে ভবন থেকে বিভিন্ন কিছু পড়ে পথচারীরা কখনো মারাত্বক আহত হয়েছেন, কখনোবা প্রাণহানি ঘটেছে। কমিশন মনে করে, যথেষ্ঠ পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। অভিযোগে বর্ণিত ঘটনার সঠিক তদন্তপূর্বক কারো অবহেলা ছিল কি-না তা সনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা-কে বলা হয়। একই সাথে রাজধানীতে এ ধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবন নির্মাণকালে সেফটি কেনোপি, সেফটি নেট সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিশ্চিতে এবং ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ বাস্তবায়নে কী ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয় তা কমিশনকে অবহিত করার জন্য চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক); প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-কে বলা হয়। আদেশের অনুলিপি জ্ঞাতার্থে সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হয়।