বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার ১০টি উপজেলা ১টি সিটি কর্পোরেশন এবং ৬টি পৌরসভা নিয়ে গঠিত ছয়টি আসনে আজ শনিবার সকালে ভোট সামগ্রী বিতরণ করা হয়েছে। স্ব-স্ব উপজেলা থেকে এ সামগ্রী বিতরণ করা হয়।
বরিশাল-৫ (সদর) আসনের ১৭৬টি ভোট কেন্দ্রে ভোটের সামগ্রী সদর উপজেলা কার্যালয় থেকে বিতরণ করা হয়। এ সময় স্ব-স্ব কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারি প্রিসাডিং অফিসারগণ তা গ্রহণ করেন। ব্যালট পেপার ছাড়া ভোটের সকল সামগ্রী প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দেন সহকারি রির্টানিং কর্মকর্তা আমির খসরু।
বরিশাল সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮হাজার ৫৬৯ জন। একই সময় জেলার ১০ উপজেলা কার্যালয় থেকে ভোট সামগ্রী বিতরণ করা হয়।
বরিশালের ছয়টি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৮২৭টি। মোট ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৯৭১টি। ছয়টি আসনে মোট ভোটার ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯জন। ছয়টি আসনে ১০ দলের ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।