ক্রীড়া ডেস্ক
ক্রিকেট বিশ্বকাপ আইসিসির গুরুত্বপূর্ণ ইভেন্ট, আর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে থাকে আলাদা উত্তেজনা, এই ম্যাচে স্টেডিয়ামে দর্শক উপস্থিতি থাকে সবথেকে বেশি। ফলে এসব ম্যাচকেই হামলার লক্ষ্যবস্তু করতে চায় জঙ্গিরা।
এরই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে ‘লোন উলফ’ আক্রমণের হুমকি দিয়েছে আইএসআইএস-কে। এজন্য নিউইয়র্কে ৬ জুন অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে।
যে গ্রাফিক্সটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। গ্রাফিক্সের নীচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, তার ঠিক নীচেই লাল রক্তবর্ণে লেখা, ‘…আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’
গ্রাফিক্সের উপরের দিকে একটি স্টেডিয়ামের উপর ড্রোন উড়ছে, এমন ছবি দিয়ে তার উপরে লেখা, ‘নাসাউ স্টেডিয়াম। ৯/০৬/২০২৪।’ আর এক পাশে ঘড়ি লাগানো একটি ডায়নামাইটের ছবিও আছে। সব মিলিয়ে বলা যায়, ছবিটিতে হামলার ইঙ্গিত পরিষ্কার।
এই ঘটনার পর, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল স্টেট পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘এই সময়ে কোন বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই, আমরা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। নিউ ইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাউ কাউন্টির সঙ্গে কয়েক মাস ধরে কাজ করছি।’
নাসাউ কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যান আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নিই। প্রতিটি হুমকির জন্য একই পদ্ধতি রয়েছে। আমরা হুমকিকে ছোট করি না। আমরা সব দিক থেকে সতর্ক থাকছি।’
নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে, এবং স্থানীয় হাসপাতালকে সতর্ক করে রাখা হচ্ছে।