
বাজিতপুর প্রতিনিধি
বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ মাঠ কমপ্লেক্সে মাবানল লুব্রিকেন্ট আন্ত মেডিকেল কলেজ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামলো। টুর্নামেন্টটি গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং এতে ১২টি মেডিকেল কলেজ অংশগ্রহণ করে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফাইনালে টসে জিতে টিএমএসএস মেডিকেল কলেজ জেআইএমসিকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ১০ ওভারে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ৭ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে টিএমএসএসএমসি ১০ ওভারে ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৫৪ রানে জয়ী হয় জেআইএমসি।
গতবারের মতো এবারও ম্যান অব দ্য ফাইনাল জন্য ৫০০০ টাকা এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট জন্য ১০০০০ টাকা প্রাইজমানি হিসেবে স্পন্সর করেন সুপারস্টোর চেইন শপ ‘স্বপ্ন’ বাজিতপুর আউটলেট। ‘স্বপ্ন’ বাজিতপুর আউটলেটের সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী আবু তারেক খান নুটন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হাসিবুল ইসলাম রুপু এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সাকিব আরেফিন। এটি জেআইএমসি’র তৃতীয় ধারাবাহিক শিরোপা।
উক্ত টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা. সাঈদ হাসান সকল দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই টুর্নামেন্টের মাধ্যমে মেডিকেল কলেজগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।”
উপস্থিত দর্শকদের ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহŸায়ক অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববি। তিনি বলেন, “খেলাধুলা শারীরিক ফিটনেস ধরে রাখতে এবং মনোজাগতিক আনন্দ দিতে সহায়তা করে। সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধূলা চালু রাখা উচিত। সেই সঙ্গে খেলাধূলার সাথে থেকে সহযোগিতা করায়, এই খেলায় যেসকল কোম্পানি স্পন্সর করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এই টুর্নামেন্টটি সাফল্যের সাথে শেষ হওয়ায় সকলেই আনন্দিত এবং আগামী বছর আরো উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার প্রত্যাশা করছেন সবাই।